হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে। ফাহিমের ভাষ্য, এ হামলার মাধ্যমে একটি পক্ষ বার্তা দিচ্ছেনির্বাচন হলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, তাই ভোট ঠেকাতে এই সহিংসতা।
পুলিশ প্রশাসনকে অকার্যকর উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তার দায় এড়ানোর সুযোগ নেই। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। “আমরা আলু-পেঁয়াজের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই”—এভাবেই হুঁশিয়ারি দেন তিনি।
হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ফাহিম জানান, তিনি শ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে চান।
এর আগে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সন্ধ্যার পর স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
হাদির শারীরিক অবস্থা নিয়ে গত রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে প্রবেশ করা গুলি ডান দিক দিয়ে বেরিয়ে গিয়ে ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ; এ সময় নতুন কোনো ইন্টারভেনশন করা হবে না এবং রোগীকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে—তবে আশার নিশ্চয়তা এখনও দেওয়া যাচ্ছে না।




