ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির অবস্থা অপরিবর্তিত, মাল্টিডিসিপ্লিনারি বোর্ড যে সিদ্ধান্ত নিলেন

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক শেষে চিকিৎসকরা এ সিদ্ধান্তে পৌঁছান যে, এই মুহূর্তে নতুন কোনো অস্ত্রোপচার বা চিকিৎসাগত হস্তক্ষেপ প্রয়োজন নেই।

সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এই বৈঠকে রোগীর বর্তমান অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং চলমান চিকিৎসা ব্যবস্থার সার্বিক মূল্যায়ন করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা নিয়ে শনিবার সকালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বৈঠক করে। সেখানে রোগীর সামগ্রিক শারীরিক পরিস্থিতি ও ব্রেন ইনজুরির মাত্রা বিশদভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে বোর্ড জানায়, রোগীর অবস্থা বর্তমানে স্ট্যাটিক, অর্থাৎ বড় কোনো উন্নতি বা অবনতি হয়নি। এ অবস্থায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানান, গুরুতর ব্রেন ইনজুরির কারণে ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল। যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এই কারণে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ শারীরিক সূচকগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, আপাতত ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণই সবচেয়ে নিরাপদ পথ। রোগীর অবস্থার যেকোনো পরিবর্তনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন