ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের সিসিটিভি ফুটেজ এবং হাদীর জনসংযোগ টিমের দেওয়া দুটি আলাদা ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত করেছে, বাইকে আসা দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিলের ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিল। দুজনই মুখে মাস্ক পরেছিলেন।
গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাক জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির সঙ্গে মিলে গেছে।
নিরাপত্তা সংস্থা এবং দ্য ডিসেন্টের টিম হামলাকারীদের নিশ্চিতভাবে চিহ্নিত করতে আজকের জনসংযোগ কর্মসূচির আরও ছবি, ভিডিও ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে দ্য ডিসেন্ট অফিসিয়াল পেজের মাধ্যমে তা জানানো হবে।




