ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ের চেতনাকে যারা ভয় পায়, তারাই হাদীকে ভয় পায়। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাকিব জানান, হাদী দেশের সংস্কার-আন্দোলনের প্রতীক এবং হামলা চালিয়ে এ দাবি দমিয়ে রাখা যাবে না।
সমাবেশে শিক্ষার্থীরা হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করে স্লোগান দিতে থাকে। আলী হোসেন তন্ময় বলেন, এই গুলিবর্ষণ শুধু হাদীর ওপর নয়, বরং সব বিপ্লবী চেতনার ওপর হামলা।
বিজয় একাত্তর হল সংসদের সমাজসেবা সম্পাদক নাজমুল হাসান বলেন, ওসমান হাদী এখন ব্যক্তিকে ছাড়িয়ে এক প্রজন্মের প্রতীক। জুলাইয়ের পথ ধরে গড়ে ওঠা পরিবর্তনের স্পর্ধা তাঁকে ঘিরেই আরও দৃঢ় হচ্ছে।




