যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন, এই সংঘাতের লাগাম টেনে না ধরলে তা বৈশ্বিক যুদ্ধের দিকে গড়াতে পারে।
হোয়াইট হাউজে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কেবল গত মাসেই দুই দেশের যুদ্ধে ২৫ হাজার সেনা প্রাণ হারিয়েছে। তিনি জানান, রক্তক্ষয়ী এই সঙ্কট থামাতে তিনি দ্রুত উদ্যোগ নিবেন।
হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, “আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ, গতমাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকনির্দেশনা নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, “এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি অন্যদিনও বলেছি, আমি বলেছি সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমনটি হোক”
পরিস্থিতির অবনতি রোধে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।




