ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিতে কর্মীদের অবস্থান, বন্ধ মেট্রোরেল

চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিতে মেট্রোরেলের কর্মীরা আজ কর্মবিরতি করায় ঢাকার মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। শুক্রবার বিকেল থেকে যাত্রীদের কোনো সেবা দিতে পারেনি কর্তৃপক্ষ।

নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় মেট্রোরেল চলাচল শুরু হওয়ার কথা থাকলেও মাত্র পাঁচ মিনিট পরই কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ দেখা যায়, যা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মী গণমাধ্যমকে জানান, নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে উত্তরা দিয়াবাড়িতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ৫০০ থেকে ৬০০ কর্মী জড়ো হয়েছেন। তাদের এই কর্মবিরতির কারণেই পুরো লাইন-৬ এ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী কোনো গণমাধমের কাছে মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ এবং পরিচালক (অপারেশন) নাদির উদ্দিন আহমেদের কাছে থেকে।

সংবাদটি শেয়ার করুন