ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাসপাতালের বুকে সরেজমিনে এ চিত্র লক্ষ্য করা যায়।
দেখা যায়, মির্জা আব্বাস ইমার্জেন্সি ইউনিট থেকে বের হওয়ার পর হাদির সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এরপর মির্জা আব্বাসের সমর্থকরা ‘মির্জা আব্বাস, মির্জা আব্বাস’ ও ‘আব্বাস ভাই, ভয় নেই, রাজপথ ছাড়িনি’ স্লোগান দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে নেতাকর্মীদের প্রটোকলে মির্জা আব্বাসের গাড়ি হাসপাতাল থেকে বের হয়।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা গুলিবিদ্ধ করে হাদিকে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢামেক হাসপাতালে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।




