ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি সতর্কবার্তায় বলেন, চলমান এই সংঘাত ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ পরিণত হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, গত এক মাসে এই যুদ্ধে প্রায় ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে এবং অব্যাহত রক্তপাত তাদের হতাশ করছে।

ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য পুনরায় আহ্বান জানিয়ে বলেন, “আমি চাই এই হত্যাকাণ্ড থামুক। এটি যদি এভাবে চলতে থাকে, আমরা একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারি।” তিনি আরও জানান, এখন তিনি শুধুমাত্র যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠা চাচ্ছেন; “কেবল আলাপের জন্য আলাপ” নয়।

এছাড়া ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের অবস্থান নিয়ে ক্ষুব্ধ। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে এবং যুদ্ধে সহায়তা দিতে প্রস্তুত। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় ট্রাম্প হতাশ। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও বলেছিলেন, শান্তি আলোচনার ধীরগতি ট্রাম্পকে আরও হতাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন