জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই বিষয়টি জানিয়ে নিন্দা প্রকাশ করেন।
রাকিবুল ইসলাম রাকিব পোস্টে উল্লেখ করেছেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তিনি লিখেছেন, “মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।”
অপরদিকে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার পোস্টে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিনই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে, যা আসন্ন জাতীয় নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ। তিনি দ্রুত অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন।
নাসির উদ্দিন নাসির ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং সবাইকে তার জন্য দোয়া করতে আহ্বান জানান।
জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত চলে যায়।




