ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিভেরস্ক নিয়ন্ত্রণে রাশিয়ার দাবি, ইউক্রেনের কড়া জবাব

রাশিয়া বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছেসাম্প্রতিক সপ্তাহগুলোতে এখানে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হয়েছেতবে ইউক্রেন বলেছে, তারা এখনও গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ হারায়নিফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে

খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ধীরে হলেও অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ড দখল করছে। দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। রাশিয়ার সেনা প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং তিনি কমান্ডার ও সৈন্যদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, রাশিয়ার সৈন্যরা সিভেরস্কের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে যুদ্ধের আগে প্রায় ১১ হাজার মানুষ বসবাস করতেন। পুতিনের মতে, রাশিয়ান আক্রমণ ‘প্রতিরোধ করা অসম্ভব’।

ইউক্রেনীয় সেনাবাহিনী সিভেরস্ক দখলের রাশিয়ার দাবি অস্বীকার করেছে এবং বলেছে, শহরটি এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জানায়, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে রাশিয়ার বাহিনী ছোট দল নিয়ে শহরে অনুপ্রবেশের চেষ্টা করছে, কিন্তু অধিকাংশকে শহরের প্রবেশপথে ধ্বংস করা হচ্ছে।

সিভেরস্ক ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত, যা দোনবাসের শেষ দুটি গুরুত্বপূর্ণ শহর এবং একটি শিল্প ও খনি সমৃদ্ধ অঞ্চল। মস্কো এই মাসের শুরুতে জানিয়েছে, তারা পোকরোভস্ক দখল করেছে। পোকরোভস্ক পূর্বে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে কিয়েভ দাবি করেছে, শহরে লড়াই এখনও চলছে।

সংবাদটি শেয়ার করুন