ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেসসচিব

শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরিফে জিয়ারত শেষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচনকে ঘিরে যেকোনো বিশৃঙ্খলার প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে দৃঢ় সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে সরকার। একই সঙ্গে তিনি বলেন, অনৈতিক দাবি তুলে নির্বাচন বানচালের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।

প্রেসসচিব আরও বলেন, দেশের সাধারণ মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। পৃথিবীর কোনো শক্তিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না—এ বিষয়ে সরকার সম্পূর্ণ আশাবাদী ও কঠোর অবস্থানে রয়েছে।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না? এ প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, ‘পতিত স্বৈরাচারের দল হিসেবে তারা নিজেরাই রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়েছে। নির্বাচনের ক্ষেত্র থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে। ফলে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন