রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফিরতে গিয়ে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম এআইইউবির এবং অপু ইউআইইউর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বন্ধু তাওসিফ জানান, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তারা। পথিমধ্যে কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে প্রথমে অপু এবং কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত দুজন ডেমরার চিটাগাং রোড এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর ঘাতক ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো-শ–১৪০৫৭৪) জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।




