ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে দ্রুতই ফুটবে আমের মুকুল

আমের জন্য বিখ্যাত রাজশাহী বিভাগ। মাঘের শুরুতে এক পশলা বৃষ্টিতে ভিজেছিল রাজশাহীর জনপদ। মধ্যমাঘে ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পদ্মাপাড়ের জনপদে জেঁকে বসেছে কনকনে শীত। আর এই সময়ে দ্রুতই ফুটবে আমের মুকুল।

তবে কৃষক ও বিশেষজ্ঞরা বলছেন, এ সময়ের বৃষ্টি আমের মুকুলের জন্য উপকারী। এ বৃষ্টিতে দ্রুত ফুটবে আমের মুকুল।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. আলীম উদ্দিন জানান, এখন মুকুল ফোটার একদম উপযুক্ত সময়। ঠিক এমন সময়ে বৃষ্টি হওয়ায় অঙ্কুরিত হতে থাকা মুকুল ঝটপট ফুটবে। এতে আমের ভালো ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দেবে।

আরও পড়ুন :  তামাক ছেড়ে তরমুজ চাষেই আগ্রহী কৃষকরা

আম বাগানের মালিক এবং কৃষকরা মুখিয়ে আছেন আমের ভালো ফলনের জন্য। প্রতি বছরই কৃষকরা ভালো আমের ফলন পায়। তাই এ বছরও তারা আশা করছেন আমের ভালো ফলন পাবেন।

আনন্দবাজার/এইচএসকে

সংবাদটি শেয়ার করুন