আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং স্বতন্ত্রভাবেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা (জেলা ও স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া) পদ থেকে পদত্যাগ করেন। পরে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন জমা দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করেন।
তার এই সিদ্ধান্তে আসনটিতে নতুন প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সজীব ভূঁইয়ার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।




