ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসির দশ বছরের পরিকল্পনার ঘোষণা- ২০২৬ শে আসছে সুপারগার্ল

ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায় শুরু করতে আসছে ‘সুপারগার্ল’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির প্রথম টিজার ট্রেলার, যা দর্শকদের মাঝে নতুন করে উন্মাদনা ছড়িয়েছে।

ক্রেগ গিলেস্পির পরিচালনায় নির্মিত এ ছবিতে কারা জোর এল বা সুপারগার্ল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। চিত্রনাট্যে দেখা যাবে এক ভয়ংকর শত্রুর হামলা ঠেকাতে নিজের শক্তি, ন্যায়বোধ ও প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে লড়াইয়ে নামে সুপারগার্ল।

এ ছবিতে অ্যালককের সহ-অভিনেতা হিসেবে রয়েছেন ম্যাথিয়াস শোয়েনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রুমহোল্টজ, এমিলি বিচাম ও জেসন মোমোয়া। মোমোয়া এর আগেও ডিসি ইউনিভার্সের ‘জাস্টিস লীগ’ ও ‘অ্যাকুয়াম্যান’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

পিটার সাফরান ও জেমস গানের প্রযোজনায় নির্মিত ‘সুপারগার্ল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৬ জুন। ডিসির পরবর্তী ১০ বছরের পরিকল্পনার অংশ এটি। একই বছরে আসবে ‘ক্লেফেস’, আর ২০২৭ সালে পরপর মুক্তি পাবে ‘ম্যান অফ টুমরো’ (জুলাই) ও ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ (অক্টোবর)।

ডিসির সাম্প্রতিক ছবি ‘সুপারম্যান’ মাত্র দুই সপ্তাহে আয় করেছে ৪০৬.৮ মিলিয়ন ডলার, আর ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ৬১১ মিলিয়ন ডলারে।

সংবাদটি শেয়ার করুন