ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, দিল্লির বায়ুর মান ৪৩৪, যা ‘দুর্যোগপূর্ণ’ স্তরে পড়ে।

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ভিয়েতনামের হ্যানয়, যেখানে স্কোর ২৫৫ এবং বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের কলকাতা তৃতীয় স্থানে ২৪৬ স্কোরের সঙ্গে রয়েছে। চতুর্থ স্থানে কুয়েতের কুয়েত সিটি রয়েছে ২১৭ স্কোরের সঙ্গে। বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৭ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সংবাদটি শেয়ার করুন