বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর সংক্রমণে ভুগছেন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। জটিলতা বেড়ে যাওয়ায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়ে এক বার্তায় উল্লেখ করে, সাম্প্রতিক কয়েকটি পরীক্ষায় খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াসহ একাধিক জটিলতা ধরা পড়ে।
অবস্থা স্থিতিশীল না হওয়ায় তার ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। পাশাপাশি কিডনির কার্যক্ষমতা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয় ডায়ালাইসিস চিকিৎসা।
মেডিকেল বোর্ড জানিয়েছে, দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম নিবিড়ভাবে তার প্রতিটি শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে কোনো প্রকার অনুমানভিত্তিক তথ্য প্রচার না করার আহ্বানও জানিয়েছে বোর্ড।
গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর সেদিনই তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এর পর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।




