সচিবালয়ে অনুষ্ঠিত এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনায় সকল কর্মকর্তা–কর্মচারীকে নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ সভাকক্ষে।
সংবর্ধনার আয়োজক দুই মন্ত্রণালয় জানায়, দায়িত্ব পালনকালে কর্মক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টার নেতৃত্ব, দায়িত্ববোধ ও অঙ্গীকারের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন।
বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা ও সহযোগিতাই আমার কাজকে সহজ করেছে। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা যে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ একসঙ্গে নিয়েছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, একটি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য বদলে দিতে পারে। তাই প্রত্যেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এ সময় তিনি সবার সুস্বাস্থ্য ও সফলতার কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, আজ এটি বিদায় অনুষ্ঠান নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত। উপদেষ্টা আসিফ মাহমুদের দিকনির্দেশনায় স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, কার্যকারিতা এবং সেবার প্রসারে নতুন গতি এসেছে।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধু একজন উপদেষ্টা নন, তিনি অনুকরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর ক্যারিশমাটিক নেতৃত্ব ও অসাধারণ মেমোরি কর্মক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলেছে।
তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে আরও বড় দায়িত্বে আসিফ মাহমুদকে দেখা যাবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।




