বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ ধাপ সংযোজিত হওয়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে তিনি দেশের ভবিষ্যৎ পথচলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণা দেশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর শুরু হওয়া পরিবর্তনের অভিযাত্রাকে আরও শক্তিশালী করবে। তার মতে, আসন্ন নির্বাচন ও গণভোট জনগণের মতকে কেন্দ্রস্থলে এনে নতুন বাংলাদেশের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। পাশাপাশি নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাবে।
রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্যের মনোভাব নিয়ে নির্বাচনকে গ্রহণ করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ পরিবেশই ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করবে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সকলে দায়িত্বশীল আচরণ করলে আধুনিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ সম্ভব—এমন বিশ্বাস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।




