ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ শুরু

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। একইসঙ্গে জুলাই মাসের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের তফসিলও প্রকাশ করা হবে।

ভাষণটি আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর শুরু হয়েছে এবং একযোগে বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও বিটিভির সরাসরি সম্প্রচার মাধ্যমে তফসিল ঘোষণা লাইভ সম্প্রচার করা হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, তফসিল ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনি পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী অপসারণ করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসিকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন যাতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়।

সংবাদটি শেয়ার করুন