ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া বেঁচে থাকা মানে গনত্রন্ত্রের ভীত মজবুত থাকা: এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপির নেতারা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি বর্তমানে অসুস্থ এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সবাই তার জন্য দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ্য রাখেন। খালেদা জিয়া বেঁচে থাকলে দেশের গণতন্ত্র শক্তিশালী থাকবে। গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা দৃঢ় থাকবে।”

তারেক রহমানের সম্পর্কে বলেন, “দেশের বাইরে নির্বাসিত তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। দেশে এলে মা-বোনদের এবং সাধারণ মানুষের জন্য যা করা উচিত, তার পরিকল্পনা তিনি দীর্ঘদিন লন্ডনে বসে করছেন।”

এ্যানি আরও বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে। পাশাপাশি শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণ এবং এক বছরের বেকার ভাতা দেওয়া হবে।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি ও মহিলা দলের আয়োজন করা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন