হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট গঠন করলেও সব দলকে তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করে ভোটে অংশগ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ জারি করা রুল খারিজ করেন। রুলে প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, জোটভুক্ত দলগুলোর স্ব স্ব প্রতীককে বাতিল বা পরিবর্তন করার কোনো বিধান বৈধ নয় বলে জানানো হয়েছে।
আইনজীবীদের মতে, এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি দল তাদের নিজস্ব প্রতীকেই ভোটারদের কাছে উপস্থাপন করবে, যদিও তারা জোটে থাকুক বা না থাকুক।




