ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন, আটক চার

সচিবালয়ে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চারজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে, পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মচারীরা আন্দোলন চালিয়ে গেলে কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে হেফাজতে নেওয়া হয়।

ডিপ্লোম্যাটিক জোনের যুগ্ম কমিশনার শামিনুর রহমান জানান, সচিবালয় প্রশাসনের অন্তর্ভুক্ত কেপিআই জোনে মিছিল ও সভা করা সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল থেকেই আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম। তারা অর্থ উপদেষ্টার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। আজও তাদের বারবার বিরত রাখার চেষ্টা করা হয়েছে এবং আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা মানেনি, তাই আইনগত ব্যবস্থা হিসেবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজ ও তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

কর্মচারীরা সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ‘সচিবালয় ভাতা’ ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছেন। গতকাল তারা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অফিসে অবরুদ্ধ করে রাখেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

সংবাদটি শেয়ার করুন