ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাবেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা

সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীরা গত কয়েকদিন ধরে ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালাচ্ছেন। বুধবার অর্থ উপদেষ্টাকে অফিসে আটকে রেখে যদিও তারা দাবি আদায় করেছেন। তবে এখন পর্যন্ত কোন সরকারি আদেশ প্রকাশ করা হয়নি। এই কারণে বৃহস্পতিবার তারা সচিবালয়ের সামনে বিক্ষোভে নামেন।

এই সময় তারা নানা স্লোগান দেন এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যে সরকারি আদেশ জারি না হলে, আগামী সপ্তাহ থেকে তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন।

আগের দিনও (বুধবার ), একই দাবিতে প্রায় ছয় ঘণ্টা ধরে অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন আন্দোলনরীরা।আন্দোলনকারীদের দাবি পূরণে সোমবার প্রজ্ঞাপন জারি হবে এমন আশ্বাস পাওয়া গেলেও তারা তা মানেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ও উপদেষ্টাকে মুক্ত করার উদ্দেশ্যে পুলিশের একটি বিশেষ ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। পরে  পুলিশি নিরাপত্তায় তিনি রাত আটটার দিকে সচিবালয় থেকে বের হন ড. সালেহউদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন