ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মা-মেয়েকে হ’ত্যা: আয়েশার ৬ ও স্বামী তিন দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ডও অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম আদালতে হাজির করে দুই আসামির প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শেষে আদালত আসামি আয়েশার ৬ দিনের রিমান্ড এবং তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা মামলার তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় বলে বিবেচনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন