ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জনসম্মুখে মারিয়া কোরিনা মাচাদো

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সম্প্রতি নরওয়ে পৌঁছেছেন। গত এক বছর ধরে আত্মগোপনে থাকা এই নেত্রী এবারই প্রথম জনসম্মুখে এসেছেন। যদিও  নোবেল পুরস্কারের মূল অনুষ্ঠানে মাচাদো উপস্থিত ছিলেন না। মেয়ে আনা কোরিনা সোসা তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন। তবে রাজনৈতিক দলের নেতার বলেছিলেন তিনি দিনের অন্য সময় উপস্থিত থাকতে পারেন।

মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছেন এবং  লড়াই চালিয়ে যাচ্ছেন। গত বছরের নির্বাচনের সময় মাচাদো, মাদুরোর শাসনব্যবস্থাকে অপরাধী ও একনায়ক হিসেবে চিহ্নিত করে তাকে সরানোর জন্য জনগণের সমর্থন চেয়েছিলেন। নির্বাচনের পর থেকে আত্মগোপনে থাকা মাচাদো ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।

মাচাদোর  উপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার পরও তিনি নরওয়ে পৌঁছান। পৌঁছানোর পর হোটেলের বেলকোনি থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে সমর্থকদের সাথে রাস্তায় হাত মেলাতে যান।

মাচাদো সাংবাদিকদের কাছে জানিয়েছেন, ভেনেজুয়েলাতে মাদুরো সরকারের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে। তিনি এই শাসন ব্যবস্থা কে একনায়কতন্ত্র না বলে বরং একটি অপরাধী কাঠামো হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদটি শেয়ার করুন