সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে বিক্ষোভে ফেটে পড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অবশেষে পুলিশের আশ্বাসে ফার্মগেট থেকে অবরোধ তুলে নিয়েছে। এতে বন্ধ হয়ে যাওয়া সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কয়েকশ শিক্ষার্থী রাস্তায় নেমে রানার হত্যার বিচার দাবি করে বিক্ষোভ শুরু করলে ফার্মগেট এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
তেজগাঁও থানার ওসি জানান, শিক্ষার্থীদের মূল দাবি ছিল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা। পুলিশের পক্ষ থেকে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষও ঘটনাস্থলে এসে তদন্ত ও ক্যাম্পাস সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন। ফলে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত ১০ ডিসেম্বর দুপুরে মারা যায় রানা। পাঁচ দিন ধরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে মালিবাগের প্রশান্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের দুই গ্রুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন, বহিরাগতদের হলে রাখাসহ নানা অপকর্মের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল। ৬ ডিসেম্বর রাতে মাদক সেবনে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ অনুযায়ী, গ্রুপটি বহিরাগত শতাধিক লোক নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে গেলে ফার্মগেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।




