পোস্টাল ব্যালট ব্যাবস্থায় প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া মিলছে। সর্বশেষ হিসাব বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে এখন পর্যন্ত তিন লাখ সাত হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত তথ্য মতে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭ হাজার ৫৭৭ জন। নিবন্ধিতদের মধ্যে দুই লাখ ৮৪ হাজার ৩৪৯ জন পুরুষ এবং ২৩ হাজার ২২৮ জন নারী ভোটার রয়েছেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করার পর থেকেই বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে নিবন্ধন কার্যক্রমে গতি আসে। প্রবাসীদের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে কমিশন।
পোস্টাল ব্যালট ব্যবহারের ক্ষেত্রে ভোটারদের অবশ্যই যেই দেশে অবস্থান করবেন, সে দেশের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
নিবন্ধনের সময় ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা বেছে নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা, কাগজপত্রের তালিকা এবং ধাপে ধাপে প্রক্রিয়া দেখতে পারবেন। বিদেশে ব্যালট পৌঁছে দেওয়ার জন্য সঠিক ডাক ঠিকানা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




