ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সংকটাপন্ন রোগীর জন্য যে ধরনের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, খালেদা জিয়াকে ঠিক সেই মানের উন্নত চিকিৎসাই দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

ডা. জাহিদ হোসেন জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত টিম দিনরাত কাজ করছেন যাতে তাঁকে সর্বোচ্চ মানের চিকিৎসা প্রদান করা যায়। তিনি বলেন, একজন সংকটাপন্ন রোগীর জন্য যা যা প্রয়োজন, সবকিছুই তাঁকে দেওয়া হচ্ছে।

চিকিৎসক দল জানায়, পরিস্থিতি জটিল হলেও চিকিৎসা কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে। প্রতিটি মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন