ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান

জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ধানের শীষকে জিতাতে হবে এর কোন বিকল্প নেই। জনগণের পরিকল্পনাকে বাস্তবায়নের একমাত্র উপায় হলো ধানের শীষকে বিজয়ী করা।

তিনি আরও বলেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নো কমপ্রমাইজ।

অনুষ্ঠানে তারেক রহমান দলের নেতা-কর্মীদের তাগিদ দেন, ভোটারদের সামনে দলের পরিকল্পনা তুলে ধরতে হবে এবং জনগণকে বোঝাতে হবে কেন এটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এখন বসে থাকার সময় নেই। এটি একটি যুদ্ধ মানুষের, দেশের জন্য। আমাদের মাঠে নামতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

তারেক রহমান দেশের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দলের অগ্রাধিকার পরিকল্পনার উল্লেখও করেন। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মাস কার্ড, পরিবেশ সংরক্ষণ, বেকার সমস্যা সমাধান, শিক্ষার উন্নয়ন এই সব বিষয়ে দলের কার্যকর রূপরেখা তিনি তুলে ধরেন।

তিনি বলেন, দেশকে রক্ষা করার দায়িত্ব এখন আপনার কাঁধে এসেছে। প্রতিটি নেতা ও কর্মীকে মানুষদের কাছে পৌঁছাতে হবে এবং তাদের বোঝাতে হবে কেন এই পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে যুব দল ও কৃষক দলের নেতারা অংশ নেন। ‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

সংবাদটি শেয়ার করুন