ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতের অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করল লিবিয়া

সংযুক্ত আরব আমিরাতের একটি অস্ত্রবাহী ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার দাবি করেছে লিবিয়ার সরকারি বাহিনী। আজ মঙ্গলবার জাতিসংঘ স্বীকৃত দেশটির জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) এ কথা বলা হয়েছে। খবর: ইয়েনি শাফাক।

সরকারি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপলীর পশ্চিমে অবস্থিত মিসরাতা শহর থেকে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে আমিরাতের অস্ত্রবাহী ড্রোনটি ধ্বংস করা হয়।

ড্রোনের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রবাহী ড্রোনটি মিসরাতা শহরে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় হামলার জন্য টার্গেট করেছিল। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়, গত ডিসেম্বরে আমিরাতের ড্রোন হামলায় লিবিয়ার তিনজন নাগরিক নিহত হয়েছিল।

গতবছরের সেপ্টম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ দায়ের করেছিল লিবিয়ার সরকার। এ অভিযোগে বলা হয়েছিল, বৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য খলিফা হাফতারকে আরব আমিরাত সমর্থন করছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন