কড়াইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর পানির মারাত্মক সংকটে পড়া স্থানীয়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। মানবিক সহায়তার অংশ হিসেবে সংস্থাটি জরুরি ভিত্তিতে এলাকায় দুটি বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন করেছে, যা ক্ষতিগ্রস্তদের নিত্যপ্রয়োজন মেটাতে তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ড-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি ও নিরাপদ পানির চাহিদা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন ট্যাংকগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে, যা খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্য-সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গণি আনুষ্ঠানিকভাবে ট্যাংক দুটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, অঙ্গীভূত আনসার ও টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, অগ্নিকাণ্ডের পর গত নয় দিনে বাংলাদেশ আনসার ও ভিডিপি দুই হাজার মানুষের জন্য দিনে দু’বার রান্না করা খাবার, ৯০০ কম্বল এবং শিশুদের জন্য ১২০০ প্যাকেট গুঁড়া দুধ বিতরণ করেছে, যা দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন প্রচেষ্টায় বিশেষ ভূমিকা রেখেছে।




