ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ায় প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন।”
প্রেস সচিব জানান, তপশিল ঘোষণা না হওয়া পর্যন্ত দুই উপদেষ্টা তাদের দায়িত্ব পালন করবেন।
দুই উপদেষ্টার স্থলে কারা দায়িত্ব পালন করবেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এককভাবে সিদ্ধান্ত নেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভিউর লোভে অনেকেই বলছেন, নির্বাচন হবে না। তবে প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকার ঘোষণা করেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
গণভোট নিয়ে প্রচারণা বিষয়ে তিনি জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রান্তিক পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাবে।
এর আগে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। এছাড়া বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও, তপশিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।




