ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা ওয়ারিশদের জন্য যে নতুন নির্দেশনা জারি

অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দেয়। তবে জাতীয় পরিচয়পত্র ভেরিফাইয়ের জটিলতার কারণে অনেক কর্মকর্তাই তথ্য অন্তর্ভুক্ত করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এজন্য সম্প্রতি নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

গত রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম মহসীন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রবাসীদের জন্য পাসপোর্ট, অন্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপলোড করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, কোনো তথ্য আপলোডে সমস্যা হলে তার কারণ ‘মন্তব্য’ বক্সে লিপিবদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জীবিত ওয়ারিশদের প্রযোজ্য প্রমাণকসহ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক তথ্য সংরক্ষণ জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো।

এর আগে অক্টোবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত অফিস আদেশে বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন