ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কোরআন-সুন্নাহর বিরুদ্ধে আইন হবে না বলে প্রতারণা

জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল বারবার ঘোষণা করে যে তারা কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবে নাতবে বাস্তবে তারা সেই প্রতিশ্রুতি পালন করে নামঙ্গলবার রাজধানীর কাফরুলে ঢাকা-১৫ আসনের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যতবার তারা বলেছে কোরআনের বাইরে যাব না, ততবার জাতিকে ধোঁকা দিয়েছে। যারা শাসন করেছে, তারা আলেম-উলামাদের ওপরও আক্রমণ করেছে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনী প্রার্থীদের মধ্যে যদি আল্লাহর ভয় ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকত, তবে নির্বাচনের সময় যারা বলত ‘আমি জাতির সেবা করতে চাই’, তারা সত্যিই পাঁচ বছর সেবক হিসেবে কাজ করত। কিন্তু যুগে যুগে এরা জাতিকে বারবার প্রতারিত করেছে।

জামায়াত আমির ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র সঠিক পথে চলবে। শরিয়তের বিধান প্রয়োগের আগে রাষ্ট্রকে মানুষের মৌলিক অধিকার ও খাদ্যের নিশ্চয়তা দিতে হবে। “যে মানুষ পেটের ক্ষুধায় অপরাধে জড়িয়ে পড়ে, তার হাত কাটার অধিকার রাষ্ট্রের নেই। আগে তাকে হালাল রুজির সুযোগ দিতে হবে। শরিয়ত মানে নির্বিচারে শাস্তি নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করাআমরা চাই না কারো হাত কাটা হোক, আমরা চাই সবাই সৎ হয়ে যাক।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার তৈরিতে জনগণের মতামত নেবে। ডা. শফিকুর রহমান তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, “আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামত সঙ্গে নিয়েই তৈরি হবে আমাদের আসন্ন ইশতেহার, ইনশাআল্লাহ।” কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম জানান, অল্প সময়ের মধ্যে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে, যেখানে জনগণ ইশতেহারের বিষয়ে মতামত দিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন