ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন হাসিনা

গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি ভারতের সংবাদ মাধ্যম আইএএনএসকে একটি ইমেইল সাক্ষাৎকারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইএএনএস-এ প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনাকে খালেদা জিয়ার চিকিৎসা অবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ—এই খবর জানার পর আমি গভীর উদ্বিগ্ন। তার সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হলেও তাতে জটিলতা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন