ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নবম পে স্কেল: আন্দোলনে নেমেছেন কর্মচারীরা

কুষ্টিয়ার মিরপুরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান ক্ষোভ এবার রাস্তায় নামিয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীদের। বহুদিনের বেতন কাঠামো সংস্কারের দাবি অনিশ্চয়তায় ঝুলে থাকার কারণে তাদের অসন্তোষ এখন আরও তীব্র আকার ধারণ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা ভেড়ামারা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। কর্মচারীদের ভিড়ে স্টেশন এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো কার্যকর সাড়া পাচ্ছেন না। তাদের দাবি, ন্যায্য অধিকার আদায়ে এবার আর অপেক্ষা নয় দ্রুত সিদ্ধান্ত না এলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে কর্মচারীরা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আন্দোলন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন