ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলাম ২০২৬: কবে, কোথায়-জানুন সময়সূচি

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আবুধাবিতে, আগামী ১৬ ডিসেম্বর। টানা তৃতীয়বারের মতো দেশের বাইরে নিলাম আয়োজন করতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ।

এর আগে ২০২৪ সালে দুবাই এবং ২০২৫ মৌসুমের জন্য জেদ্দায় দুই দিনের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। তবে ২০২৬ মৌসুমের নিলামটি হবে এক দিনের অন্য সব মিনি নিলামের মতো।

১৫ নভেম্বরের মধ্যে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা

ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী ১৫ নভেম্বর (ভারতীয় সময় বিকেল ৩টার মধ্যে) জমা দিতে হবে কোন কোন খেলোয়াড়কে তারা স্কোয়াডে রাখবে, আর কাদের ছেড়ে দেবে সেই তালিকা। এরপর তাদের কাছে পাঠানো হবে নিবন্ধিত ক্রিকেটারদের প্রাথমিক তালিকা, যেখান থেকে প্রতিটি দল নিজেদের চাহিদা অনুযায়ী নাম বাছাই করবে। সেই বড় তালিকা যাচাই করেই চূড়ান্ত নিলাম পুল তৈরি করবে আইপিএল অফিসিয়ালস।

নিলামের আগ পর্যন্ত খোলা থাকবে ট্রেডিং উইন্ডো

আইপিএলের ট্রেডিং উইন্ডো নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত চালু থাকবে। নিলাম শেষ হলেও আবার খুলবে এই উইন্ডো, যা ২০২৬ মৌসুম শুরুর এক মাস আগে পর্যন্ত সচল থাকবে। তবে নতুন নিয়ম অনুযায়ী- ২০২৬ আইপিএল নিলামে যারা দল পাবেন, সেই খেলোয়াড়দের কাউকে কোনো দল ট্রেড করতে পারবে না।

ইতিমধ্যেই চারটি ট্রেড নিশ্চিত- এর মধ্যে ইতিহাসের সবচেয়ে আলোচিত বদলিও রয়েছে

এ পর্যন্ত পাঁচটি দলের মধ্যে চারটি ট্রেড সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে আইপিএল ইতিহাসের অন্যতম বড় অদলবদল-

চেন্নাই সুপার কিংস ট্রেডিংয়ের মাধ্যমে দলে পেয়েছে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে।
তাকে পেতে চেন্নাইকে রাজস্থান রয়্যালসকে দিতে হয়েছে দুই বড় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে।

অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স নগদ অর্থে দলে টেনেছে দুই অলরাউন্ডার-

শার্দূল ঠাকুর (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস → ২ কোটি রুপি)

শেরফান রাদারফোর্ড (গুজরাট টাইটানস → ২ কোটি ৬০ লাখ রুপি)

এছাড়া আলাদা এক ট্রেডে লক্ষ্ণৌ ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে পেসার অর্জুন টেন্ডুলকারকে মুম্বাইয়ের কাছ থেকে।

সম্ভাব্য আইপিএল ২০২৬ সময়সূচি

পরের মৌসুমের সম্ভাব্য ম্যাচউইন্ডো ঠিক করা হয়েছে-

১৫ মার্চ থেকে ৩১ মে ২০২৬

আইপিএল নিলাম ঘিরে বড়সড় নাটকীয়তা, দলবদল আর উত্তেজনা সবকিছু মিলিয়ে এবারও জমে উঠতে চলেছে টি-টোয়েন্টির সবচেয়ে জনপ্রিয় লিগ।

সংবাদটি শেয়ার করুন