ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে নতুন লুক ও ফিচার

মেটা জানিয়েছে, দীর্ঘদিনের ‘মেটাভার্স’ প্রকল্পের পরে ফেসবুক আবার মূল কার্যক্রমে মনোযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেসের ওপর।

নতুন আপডেটে মার্কেটপ্লেসকে ‘More’ মেনু থেকে সরিয়ে নেভিগেশন বারে আনা হচ্ছে। রিলস ও বন্ধুত্বভিত্তিক অপশনও থাকবে। ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক করা যাবে, ছবি গ্রিড আকারে দেখানো হবে এবং ক্লিক করলে ফুল-স্ক্রিন ভিউ পাওয়া যাবে।

সার্চ ও পোস্ট তৈরি করা আরও ইন্টারঅ্যাকটিভ হবে। স্টোরি তৈরি, মিউজিক যোগ করা এবং বন্ধুদের ট্যাগ করা সহজ হবে। কমেন্ট সেকশনেও উন্নতি আনা হয়েছে—রিপ্লাই করা সহজ হবে, ব্যাজ দৃশ্যমান, পিনিং টুল এবং উন্নত মডারেশন সুবিধা থাকবে।

ফেসবুক প্রোফাইলে ব্যবহারকারীরা শখ, আগ্রহ, ভ্রমণ তথ্য ইত্যাদি শেয়ার করতে পারবে, যাতে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়ানো সম্ভব। চাইলে এই তথ্য স্বয়ংক্রিয় ফিডে না দেখানোরও অপশন থাকবে।

পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহে বিশ্বব্যাপী চালু হবে, তবে নেভিগেশন, সার্চ ও কমেন্ট সংক্রান্ত কিছু পরিবর্তন শুধু মোবাইল সংস্করণে থাকবে।

সংবাদটি শেয়ার করুন