জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসন্ন সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান। তাঁর নাম এনসিপি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
ড. মাইমুল আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত।
ইতোপূর্বে একটি জাতীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অধ্যাপক উল্লেখ করেন, দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা রোধে এবং ন্যাশনাল সিকিউরিটি নিশ্চিত করতে বড় ধরনের একটি গণভোট আগেই প্রয়োজন ছিল। যদিও এখন বলা হচ্ছে, গণভোট কিছুটা দেরিতে অনুষ্ঠিত হবে, তবুও এটি না হলে দেশ মহাসমস্যার সম্মুখীন হবে।




