ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি স্বচ্ছন্দভাবে এগোচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির তরফ থেকে সফল নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন। তিনি বলেন, তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে। প্রবাসী ভোটার, দেশজুড়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতির কৌতুহল ছিল। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে প্রস্তুতির সম্পর্কে জানানোর জন্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করা হয়।
প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি নাগরিক ভোট দেবেন। নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, মহিলা ৬ কোটি ২৮ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩৪ জন। ভোটারদের সুবিধার্থে মোট ৪২,৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে ২,৪৪,৬৪৯টি ভোটকক্ষ রয়েছে। পুরুষ ভোটকক্ষ ১,১৫,১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১,২৯,৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে।
বিধান অনুযায়ী, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এবার কোনো দল জোট গঠন করলেও ভোটাররা শুধুমাত্র নিজেদের প্রতীকের মাধ্যমে ভোট দিতে পারবেন, অন্য দলের প্রতীকে নয়।




