আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় স্থান হয়নি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের। পাশাপাশি রিকশাচালক সুজনের নাম আলোচনায় থাকলেও প্রাথমিক মনোনয়নের তালিকায় নেই।
বিভিন্ন জেলায় ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ, রংপুর-১ আসনে মো. আল মামুন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস।
ঢাকা অঞ্চলে ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল এবং চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম-৬ আসনে মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা প্রার্থী হিসেবে রয়েছেন। কক্সবাজারে মো. মাইমুল আহসাম খান ও আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন।
এই তালিকার মাধ্যমে এনসিপি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং প্রার্থী নির্বাচনকে চূড়ান্ত করেছে।




