ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিনিয়র নেত্রী বাদ, ভোটের রেসে ১২৫ প্রার্থীর এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেতবে তালিকায় স্থান হয়নি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনযুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমেরপাশাপাশি রিকশাচালক সুজনের নাম আলোচনায় থাকলেও প্রাথমিক মনোনয়নের তালিকায় নেই।

বিভিন্ন জেলায় ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ, রংপুর-১ আসনে মো. আল মামুন, কুড়িগ্রাম-১ আসনে মো. মাহফুজুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ, নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস।

ঢাকা অঞ্চলে ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল এবং চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম-৬ আসনে মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা প্রার্থী হিসেবে রয়েছেন। কক্সবাজারে মো. মাইমুল আহসাম খান ও আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন।

এই তালিকার মাধ্যমে এনসিপি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং প্রার্থী নির্বাচনকে চূড়ান্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন