ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজু ভাস্কর্যে প্রতীকী ফ্ল্যাগ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুধবার দুপুরে সরকার ঘোষিত চট্টগ্রাম বন্দর লিজ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে স্টুডেন্টস ফর সভরেন্টি নামে একটি ছাত্র সংগঠন। সংক্ষিপ্ত সমাবেশ ও প্রতীকী ফ্ল্যাগ মিছিলের মধ্য দিয়ে তারা সরকারের সাম্প্রতিক উদ্যোগের প্রতি তীব্র আপত্তি জানায়।

সমাবেশে সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক অভিযোগ করে বলেন, দেশে কোনো সেক্টরই দুর্নীতিমুক্ত নয় সেক্ষেত্রে শুধু চট্টগ্রাম বন্দরের দুর্নীতির অজুহাত তুলে বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দিতে চাওয়া দেশের স্বার্থবিরোধী। তার দাবি, ছাত্রসমাজ কখনোই এই সিদ্ধান্ত মেনে নেবে না।

তিনি আরও বলেন, ভারতের পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও ডিপি ওয়ার্ল্ডের বহুপাক্ষিক চুক্তি রয়েছে। তাই ডিপি ওয়ার্ল্ড ও এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কনসেশন পেলে সেই পথ ধরেই বিদেশি রাষ্ট্রের প্রভাব এখানে প্রবেশ করতে পারে। তার বক্তব্যে উঠে আসে—এই দুটি অপারেটরের মাধ্যমে ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে চট্টগ্রাম বন্দরে অবস্থান বা প্রবেশাধিকার পেয়ে যাবে।

কর্মসূচির শেষাংশে আন্দোলনকারীরা পতাকা হাতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান এবং সেখানে গিয়ে বিক্ষোভ শেষ করেন। মিছিল চলাকালে তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন