ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘দেশে ফিরে শিগগিরই রাজনীতির হাল ধরবেন তারেক রহমান’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে রাজনীতির নেতৃত্ব দেবেন। তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দলের নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও বড় পরিবর্তন আনবে।

বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলকে নিয়ে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলে মানুষের নেতৃত্ব দেবেন, দেশের রাজনীতিও নতুনভাবে গড়ে উঠবে। নতুন চিন্তা, আধুনিক ভাবনা ও এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি দেশকে আরও সামনে নিয়ে যাবেন।

এসময় তিনি আরও বলেন, বর্তমানে দেশের জন্য খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শিক্ষিত, অভিজ্ঞ এবং তুলনাহীন নেতা—এটা সব দলই স্বীকার করে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে প্রমাণ করেছেন যে তিনি ধর্ম-বর্ণ-দল-মত ভুলে সবার অভিভাবক। দেশের বিভিন্ন স্থানে মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন, যা এর আগে কোনো নেতাকে নিয়ে এভাবে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলছে, তারা প্রকৃত সংস্কারের অর্থই বুঝে না। তাদের কাছে সংস্কার মানে কেবল ক্ষমতায় পৌঁছানো।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী।

সংবাদটি শেয়ার করুন