ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সর্বশেষ তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফেরত পাঠাতে নয়াদিল্লি রাজি না হলে বাংলাদেশের করার খুব বেশি কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান প্রকাশ করেন।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, শেখ হাসিনা ভারতে থাকবেন কি না এটি সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভারত তাকে ফেরত পাঠানো কিংবা না পাঠানোর বিষয়ে কোনো অবস্থান স্পষ্ট করেনি।

জয়শঙ্করের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন বলেন, আমরা কী করতে পারি বলুন? বিষয়টি ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তারা রাজি না হলে আমাদের করার মতো তেমন কিছু নেই। আমরা শুধু তাদের রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এর বাইরে আর কোনো পথ নেই।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

রায় ঘোষণার পর থেকেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ভারতকে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু দিল্লি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। সর্বশেষ, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইতে বাংলাদেশ সরকার কূটনৈতিক নোট পাঠিয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন