ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হ’ত্যা: সেই গৃহকর্মী আটক

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ঘটানো মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে বুধবার (১০ ডিসেম্বর) জানা গেছে, আয়েশাকে বরিশালের নলছিটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মামলা ও তদন্ত প্রক্রিয়া অনুযায়ী তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার তাদের মরদেহ নাটোরে দাফন করা হয়েছে।

ভবনের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন।

চারদিন আগে আয়েশা পরিচয় দিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেওয়া তরুণী (২০) এই জোড়া খুনে জড়িত বলে সন্দেহ হয় স্বজনদের। এরই সূত্র ধরে গৃহকর্মীকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন