আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।
বুধবার বঙ্গভবনে দুপুর সোয়া ১২টার দিকে বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রায় ১৩ কোটি ভোটার। দেশজুড়ে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




