পঞ্চগড়ে শীতের তীব্রতা টানা তিনদিন ধরে ধরে অটুট রয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এভাবে সোমবার থেকে রাতের তাপমাত্রা কোনও পরিবর্তন হয়নি।
আগের দুই দিনে সোমবার ও মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল একই—১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও টানা দুইদিন ধরে ২৭ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় রোদ ওঠার কারণে সকালে শীত দ্রুত কেটে যায়, কিন্তু বিকেলের পর হালকা কুয়াশা ও কনকনে শীত অনুভূত হয়। রাতভর এই তীব্র শীত পরদিন সকাল পর্যন্ত বিরামহীন থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, দিনের তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি, এবং বাতাসের আর্দ্রতা ৭৭ শতাংশ। তিনি আরও জানান, সোমবার থেকে টানা তিনদিন ধরে এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত নজরকাড়া।




