ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পদ ছাড়ছেন আসিফ-মাহফুজ, কারা হচ্ছেন নতুন উপদেষ্টা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে—পরিষদের দুই সদস্য, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন।

বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। অন্যদিকে মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে। তাঁদের পদত্যাগের ফলে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়ে যাবে।

এ অবস্থায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, নাকি বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব বণ্টন করা হবে—এমন আলোচনাই এখন সরকারের ভেতরে চলমান। শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, উপদেষ্টা আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

এ ছাড়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে—এমন কথাও আলোচনায় রয়েছে সরকারের ভেতরে।

তবে জানা গেছে, আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিলেন। বিভিন্ন সময়ে এ মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পাওয়ায় সম্ভাব্য দায়ভার নিজের ওপর আসতে পারে—এ আশঙ্কায় তিনি দায়িত্ব থেকে বিরত থাকতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দায়িত্ব নিতে সম্মত করানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে পুনর্বণ্টনের মাধ্যমে আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয় এবং পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান। অন্যদিকে সরকার গঠনের কিছুদিন পর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টা পদমর্যাদা লাভ করেন।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়ে দলটির আহ্বায়ক হন। তাঁর পদত্যাগের পরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান মাহফুজ আলম।

সংবাদটি শেয়ার করুন