দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাছউদ নিশ্চিত করেন যে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতা চেয়ে আহ্বান জানাবেন সিইসি—এমন বার্তাই থাকছে তফসিল ঘোষণার বক্তব্যে।
রেওয়াজ অনুসারে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেই তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করে থাকে নির্বাচন কমিশন। এর আগে সমগ্র নির্বাচন আয়োজনের বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। একই সঙ্গে আরপিও সংশোধন করে নতুন গেজেটও প্রকাশ করেছে ইসি, যা নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়েছে।




